বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ভবেরচর ফুটওভার ব্রীজের দাবিতে কর্মসূচী ও মানবন্ধন

 

গজারিয়া প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে যাত্রী উঠানামা করতে গিয়ে দুর্ঘটনার স্মুখীন হয় অনেক। অনেকেই বরণ করে নিয়েছে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু। তাই পার্শ রাস্তা থেকে ১০০ গজ দূরে যাত্রী উঠানামা করতে আহবান জানান জনবান্ধব চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান (বাউশিয়া ইউনিয়ন)।
তিনি আরো জানান, পাশের রাস্তা থেকে ১০০ গজ দূরে গিয়ে যাত্রী ওঠানামা করে তাহলে অনেকাংশে দুর্ঘটনা কমে যাবে বলে আমি আশাবাদী। তবে দ্রুত ভবেরচর বাসস্ট্যান্ডে একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন।
এসময় সঙ্গে ছিল গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ ফরাজী, বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, গজারিয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস প্রধান, সাবে ছাত্রলীগ নেতা মঞ্জু, জাহিদুল ইসলাম সুদীপ, জি এস সোহেল, মো. উজ্জ্বল প্রধান নেতৃবৃন্দ প্রমূখ। 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ