বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আইভীর হ্যাটট্রিক জয়

 

নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী। ভোটগ্রহণ শেষে মোট ১৯২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে থেকে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হলেন। নিকটতম প্রার্থী তৈমুর আলম খন্দকারের চেয়ে আইভী ৬৯,১০২ ভোট বেশি পেয়েছেন।

রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ১৯২ কেন্দ্রের ফলাফলে আইভী পেয়েছেন ১,৬১,২৭৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২,১৭১ ভোট।

তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোটগ্রহণ।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। এর আগে ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ