বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

এআইআইবির ভিপি হলেন উর্জিত পটেল

 

রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত পটেল এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের (এআইআইবি) ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন।

বেজিংয়ের ওই ঋণদানকারী সংস্থা সূত্রের খবর, ফেব্রুয়ারি থেকে পটেলের তিন বছরের কাজের মেয়াদ শুরু হবে। মেয়াদ শেষ হতে চলা আর এক ভাইস প্রেসিডেন্ট ডি জে পান্ডিয়ানের জায়গায় আসছেন তিনি। উল্লেখ্য, এআইআইবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভারত। চিনের পরেই তাদের সব চেয়ে বেশি ভোটাধিকার। সংস্থাটির শীর্ষ পদে রয়েছেন চিনের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী জিন লিকুন।

রঘুরাম রাজনের পরে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর হয়েছিলেন পটেল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৮ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন তিনি। পটেল নিজে ‘ব্যক্তিগত কারণের’ কথা বললেও সংশ্লিষ্ট মহলের ধারণা, মোদী সরকারের সঙ্গে মতানৈক্যের জেরেই দায়িত্ব ছেড়েছিলেন তিনি। রাজনের সময়ে ডেপুটি গভর্নর ছিলেন পটেল।  তিনি ছিণেন ঋণনীতি কমিটির দায়িত্বে। তার আগে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ), বস্টন কনসাল্টিং গ্রুপ এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের সঙ্গে।

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ