শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সরাইলে কলেজ ও পুলিশ ফাঁড়ির জায়গা হস্তান্তরে মতবিনিময় সভা

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ি ও আবদুস সাত্তার ডিগ্রি কলেজের জায়গা হস্তান্তর সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


গত শনিবার সকাল ১১টায় উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
পরিচালনা পর্ষদের সভাপতি এড. কামরুজ্জামান আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালী উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠিতা ও সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইয়া। 


এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান,উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা,উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদের  নব নির্বাচিত চেয়ারম্যান কাউসার হোসেন,অরুয়াইল ইউপির বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি আবু তালেব, কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন, চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, সরাইল থানার পরিদর্শক ( তদন্ত) সিহাব রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ প্রমুখ ।


জানা যায়,অরুয়াইল পুলিশ ফাঁড়ির নির্ধারিত  জায়গা আবদুস সাত্তার ডিগ্রি কলেজ বাউন্ডারির ভেতরে পড়ায় পুলিশ ফাঁড়ি স্থাপন করতে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তাই কলেজ কর্তৃপক্ষ ওই  জায়গার বিনিময়ে সব মূল্যে পুলিশ কর্তৃপক্ষকে কলেজের অদূরে ৬০শতক জায়গা কিনে দিয়েছেন। কলেজ ও ফাঁড়ির ওই জায়গা হস্তান্তর ও দলিল সংক্রান্ত বিভিন্ন ঝামেলা সমাধানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, পুলিশ ফাঁড়ি না থাকায় সরাইল ভাটি এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। তাই অতি দ্রুত পুলিশ ফাঁড়ির জায়গার দলিল সংক্রান্ত ঝামেলা মীমাংসা করে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী তোলেন।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ