বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

রামোসের লাল কার্ডের পর পিএসজির হোঁচট

 

লিগ ওয়ানের শীর্ষ দল প্যারিস সেন্ট জার্মেই হোঁচট খেলোয়া স্তাদে দে রেইমসের মাঠে। গোলশূন্য ড্রর ম্যাচে ক্যারিয়ারের ২৮তম লাল কার্ড দেখেছেন সার্জিও রামোস।

উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ ৪৯ মিনিট দশজন নিয়ে খেলেছে পিএসজি। ইনজুরিতে ছিলেন না লিওলেন মেসি।

 

৪০তম মিনিটে মার্কো ভেরাত্তি প্রতিপক্ষ খেলোয়াড়কের ফাউল করলে রেফারি পিয়েরে গাইলোস্তের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে। উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে রেফারি হলুদ কার্ড দেন রামোসকে, কয়েক সেকেন্ড পর লাল কার্ড। 

ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফার গালটিয়ের বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলবো কারণ সামনে অনেক খেলা এবং আমরা সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড়কে চাই।’

১০ জন হওয়ার আগে ৩৩তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে খুব কাছ থেকে গোলের সুযোগ পান। তার শট পা দিয়ে ফিরিয়ে দেন গোলকিপার। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার কার্লোস সোলেরকে সরিয়ে নেইমারকে নামিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পিএসজি।

 

পিএসজি ১০ ম্যাচ থেকে পেয়েছে ২৬ পয়েন্ট, এসি আজাসিওর কাছে ২-১ গোলে হেরে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে মার্শেই।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ