বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

মহাসড়কে কোন থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল করতে পারবে না : হাইওয়ে পুলিশ সুপার

 

বাগেরহাট অফিস: বাংলাদেশ হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর পুলিশ সুপার মো. হামিদুল আলম (বিপিএম,পিপিএম) বলেছেন, মহাসড়কে কোন থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল করতে পারবে না, এই থ্রি-হুইলার জাতীয় যানবাহনের কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা থ্রি-হুইলার জাতীয় যানবাহন চালান তারা পার্শ্ববর্তী ফিডার সড়ক ব্যাবহার করুন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাটাখালী হাইওয়ে খানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। 


কাটাখালী হাইওয়ে থানা পুলিশের (বিদায়ী) অফিসার ইনচাজ (ওসি) মো. আলী হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, কমিউিনিটি ও বিট পুলিশিং কমিটির বাগেরহাট এর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বুলু, রুপসা-বাগেরহাট মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের (সদ্য যোগদানকৃত) অফিসার ইনচাজ (ওসি) মোহম্মদ আলী, মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান, পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, সাংবাদিক সিহাব উদ্দিন রুবেল, শ্রমিকনেতা মো. বাইজিৎ শেখ, চিত্তরঞ্জন গাইন, মহিদুল ইসলাম মাহাজন ও চালক আতিকুর রহমান মিঠু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান, মিজানুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মশিউর রহমান, শুকুর আলী, মো. দেলোয়ার হোসেন ও ইউসুফ আলীসহ বিভিন্ন চালক শ্রমিকবৃন্দ। 

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ