শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত ম্যান ইউনাইটেড সদস্য, ম্যাচ আয়োজন ঘিরে সংশয়

 

ল্যাটেরাল ফ্লো টেস্টে একাধিক ফুটবলার এবং ক্লাব কর্মচারীদের রিপোর্ট পজিটিভ আসে।

ব্রিটেনে ফের একবার জাঁকিয়ে বসছে করোনার থাবা। কিছুদিন আগেই টটেনহ্যাম হটস্পার দলের ১৩ জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় শোরগোল পড়ে গিয়েছিল। এবার করোনার পাল্লায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একাধিক ফুটবলার ও স্টাফ।

শনিবার (১১ ডিসেম্বর) নরউইচকে ১-০ গোলে হারিয়ে ফেরার পর সকল সদস্যের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ‘অ্যাথলেটিক-র রিপোর্ট অনুযায়ী, গত রোববার ল্যাটেরাল ফ্লো টেস্টে একগুচ্ছ ফুটবলার এবং কর্মচারীর রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই তাদের বাড়ি পাঠানো হয় এবং প্রিমিয়র লিগ কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়। বাকি ফুটবলাররা নিজে নিজেই কারুর সঙ্গে কোনোরকম স্পর্শ যাতে না লেগে সেই বুঝে অনুশীলন করেন। যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের পিসিআর টেস্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে আগামীকাল মঙ্গলবার (১৪) ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে রেড ডেভিলসদের ম্যাচ হওয়া নিয়ে ঘোরতর সংশয় দেখা দিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও জুলাই মাসে ল্যাটেরাল টেস্টে নয়জন ফুটবলার ও সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ আসে। এর জেরে প্রেস্টন নর্থ এন্ডের সঙ্গে প্রাক মরশুমে প্রস্তুতি ম্যাচও বাতিল করতে হয়। তবে পরবর্তীতে পিসিআর টেস্টে উক্ত ব্যক্তিদের রিপোর্ট নেগেটিভ আসে এবং প্রথমের রিপোর্টকে ভুল বলা হয়। ইউনাইটেড আশা করবে এক্ষেত্রেও যেন এমনটাই হয়।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ