শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

আলোকস্বল্পতা, বৃষ্টি আর হতাশায় প্রথম দিন পার বাংলাদেশের

 

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ আছে মেঘের ঘনঘটা। এর প্রভাব পড়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজেও। শনিবার দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় দু’দল। সকাল থেকেই মিরপুরের আকাশ কুয়াশাচ্ছন্ন, সূর্যের দেখা নেই। ফ্লাইডলাইটের আলো জ্বালিয়েও প্রথম দিনের নির্ধারিত ওভারের খেলা শেষ করা গেল না। 

শনিবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাবর আজম। ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই সামাল দেন আবিদ-শফিক। প্রথম ১৫ ওভারে স্বাগতিক বোলারদের বড় কোনো সুযোগই দেননি তারা।

প্রথম ঘন্টা পাকিস্তানের পক্ষে গেলেও দ্বিতীয় ঘন্টার শুরুতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল। ২৫ রান শফিককে বোল্ড করেন তিনি। ব্যাট-প্যাডের মাঝে থাকা ফাঁকা দিয়ে বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত করে এই ব্যাটসম্যানের।


সঙ্গী হারিয়ে আবিদও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলকে কাট করতে গিয়ে বোল্ড হন এই ওপেনার। ৩৯ রান আসে তার ব্যাট থেকে। তবে প্রথম সেশনে আর কোন উইকেট না হারিয়ে মধ্যাহৃ বিরতিতে যায় পাকিস্তান। মধ্যাহৃ বিরতি থেকে ফিরে দারুণ ব্যাটিং করতে থাকেন বাবর আজম এবং আজহার আলী।

দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছেন পাকিস্তানের এই দুই ব্যাটার। এই সেশনে ২৬ ওভারে ৮৩ রান তুলেছে পাকিস্তান। বিরতিতে যাওয়ার আগে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর। এদিকে ৩৬ রানে অপরাজিত রয়েছেন আজহার। তাতে হতাশার এক সেশন পার করলো বাংলাদেশ।

তৃতীয় সেশনে খেলার জন্য মাঠে এলেও আবারও ড্রেসিং রুমে ফিরতে হয় দুই দলের ক্রিকেটারদের। বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও আলোকস্বল্পতার কারণে এখনও শুরু হয়নি তৃতীয় সেশনের খেলা। ধারাভাষ্যকাররা জানিয়েছেন, আম্পায়ারদের সিদ্ধান্ত এমন আলোতেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব।

সেক্ষেত্রে শুধুমাত্র স্পিনাররা বল করতে পারবেন। তবে এটির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, তিনি পেসারদেরও বল করাতে চান। এদিকে খেলার মতো আলো না থাকায় প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৫৭ ওভার।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান- ১৬১/২ (৫৭ ওভার) (আজহার ৩৬*, বাবর ৬০*; তাইজুল ২/৪৯)

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ