রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আফ্রিকায় প্রবল ঝড় ‘এনা’য় প্রাণ গেলো ৭৭ জনের

 

আফ্রিকার দেশ মাদাগাস্কর, মোজাম্বিক ও মালাওয়িতে প্রবল ঝড়ে ৭৭ জনের প্রাণহানী হয়েছে। গত সোমবার মাদাগাস্করে আঘাত হানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।

এ ঝড়ের জেরে আফ্রিকার ওই তিন দেশে ব্যাপক বৃষ্টিপাত হতে থাকে। শুক্রবার সকালে ক্ষতিক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেশগুলো।

এ ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার আগেই ভারত মহাসাগরে আরও একটি ঝড় জন্ম নিচ্ছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি দেখেছে মাদাগাস্কর। দেশটিতে সব মিলিয়ে ৪৮ জনের প্রাণহানী হয়েছে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ছাড়া মোজাম্বিকে ১৮ জন এবং মালওয়িতে ১১ জনের মৃত্যু হয়েছে।

ঝড়ে ক্ষতি দেখেছে জিম্বাবোয়েও। তবে সেখানে কারো প্রাণহানী হয়নি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশ মাদাগাস্কর, মোজাম্বিক ও মালাওয়িতে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অনেক বাড়িঘর প্রবল বৃষ্টিতে ধ্বসে পড়েছে।

নদীর পানিতে পূর্ণ হয়ে পানিতে ভেসে গেছে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট। পানিতে তলিয়ে গেছে বহু ফসলের মাঠ।

মাদাগাস্করে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ