রবিবার, ১০ নভেম্বর ২০২৪

অভয়নগরে বিভিন্ন কর্মসূচির মধ‍্যে দিয়ে বিজয় দিবস পালন

 
অভয়নগর (যশোর) সংবাদদাতা : অভয়নগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে ৪৭তম বিজয় দিবস পালন করা হয়েছে।  
সকাল ৭.০০ টার সময় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ‍্যেগ গ্রহন করা হয়।
 
সকাল ৭.০০ টায় বীর মুক্তিযোদ্ধাগণ, পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, পৌর মেয়র সুশান্ত কুমার দাস ( শান্ত ),  উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নির্মল কান্তি কর্মকার,  নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গণি সরদার, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, ইউএনও অফিসের সুব্রত বাবু, উপজেলা ভূমি  অফিসের আলমগীর হোসেন, সার্ভেয়ার শহীদুলসহ বিভিন্ন ব‍্যক্তি ও সংগঠন উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম‍্যূরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের সূচনা হয়। এরপর বেলা ১১.৩০ টার নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ‍্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। দুপুর ১২.০০ টায় বিভিন্ন বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও বিকাল ৪.০০ টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত শব্দসমূহঃ

মন্তব্য করুনঃ

মন্তব্য সমূহ (কোন মন্তব্য পাওয়া যায় নি।)

এই শাখা থেকে আরও পড়ুনঃ